যা করছো, যা বলছো
নিজের মতই করো,
যেচে পড়ে তাই বুঝানোর দায়,
কাঁধ থেকে ঝেড়ে ফেল।
মূর্খকে যদি বুঝাতেও যাও
বুঝবে সে ঠিক তার উল্টা,
সদ কথা তার ঢুকবেনা কানে,
বুঝবেনা সে তার ভুলটা।
তর্ক করবে, খিস্তি করবে,
বুঝবেনা সে যুক্তি,
হামবরা ভাব প্রবল হলে,
প্রয়োগ করবে শক্তি।
নিজের এই বোধ
হবে যে প্রবোধ,
কি কারণে কি বলি,
ভালোর লাগিয়া,
বুঝাতে আসিয়া
মান-সম্মান বলী।
তাই বলি ভাই ছাড়িয়া সকল
আপনার পথ ধরো,
যা করছো, যা বলছো
নিজের মতই করো।
মূর্খের সাথে তর্ক নয়,
তর্কে,
মূর্খ জিতবে নিশ্চয়।
কারণ
মূর্খ শুনবেনা কোন কথা,
বুঝবেনা কোন ভাষা।
তাই,
মূর্খের সাথে তর্কে জিতার
কখনও করোনা আশা।
যা করছো, যা বলছো
নিজের মতই করো,
যেচে পড়ে তাই বুঝানোর দায়,
কাঁধ থেকে ঝেড়ে ফেল।