টাকা কি তোমার গাছের পাতা?
ফালাও তারে যথা তথা!
যদি না কাজে লাগাও তারে,
অচিরেই হবে কোঁচ টি ফাঁকা!
কাঁদবে তুমি বলবে; হায়
এখন তবে কি উপায়?
হাত পাতবে পরের ধায়!
মান-সম্মান নিপাত যায়!
অর্থ বিনা কে চিনবে তুমে?
দাম কি পাবে কারোর ধামে?
আসল বিনা কে তোমারে,
বাসবে ভালো মনের টানে?
উপরি উপরি অগুনতি তার,
মিঠা মিঠা কথার বাহার।
মনের ভিতর গরল যাহার,
তারে বুঝার সাধ্য কাহার?
এখন কি আর সে কাল আছে?
মনের টানে থাকবে পাশে?
মিথ্যা ভালোবাসার কাছে,
মনের টানের কি দাম আছে?