এক চোখা ঐ কানাই লাল ম্যানেজার এক কোম্পানিতে,
ধূমকেতু আর চন্দ্রকেতু দুই স্যাঙ্গাৎ তারই জোতে!
অরুণ, বরুণ, কিরণ, মিরণ তারাও যারা কর্মচারী,
পছন্দ নয় কানাই লালের, স্যাঙ্গাৎ নয় তাইতে আড়ি!
বড় বাবু আসেন যখন, জিগেস করেন খোঁজ-খবর!
একচোখা ঐ কানাই লালের সুযোগ ভারি হয় জবর!
পষ্ট করে ইঙ্গিত করেন; কাজের বান্দা চন্দ্র-ধূম।
অন্য যারা খাটছে তারা তেমন টি নয় জো হুকুম!
বড় বাবু শুনেন-বুঝেন যাচাই করেন মূল বিষয়,
কানাই লালের একচোখামি পড়লে ধরা লজ্জা হয়!
(দশ পংক্তি পদ্য__দিমিত্র ছন্দ)