গরমে আরাম নাই,
শীতে নাই কম্বল।
বর্ষায় ছাতা নাই,
গা ভিজে ভম্বল।
মুখ পোড়া বান্দর,
হনুমান্ সাদা যে।
গাধা কে ছাগল কয়,
লোকে কয় হাঁদা যে।
নাই কাজ খই ভাজ,
সেই দিন নাই তো।
সব কাজে গোঁজামিল,
তারপরও কাজ তো।
আসলে মাশুল নাই,
ঢেঁকি ঘরে চাঁদোয়া।
তারপরও বেঁচে আছি,
এইতো ভাই বাঁচোয়া।