যেই জনা কাজ করে তারে বলি গাধা!
ফাঁকিবাজ বিড়ালের আদরটা যা'দা!
গরু করে হাল চাষ, মারি তার পিঠে!
কুকুরের লেজ নাড়া দেখে মন জুৎে!
গাভী হতে দুধ পাই, দুধ পানে বল,
বয়: গাভী বেচে গড়ি নিজ সম্বল।
দুধ বেচা টঙ্কায় করি সুরা পান!
মাতাল চঁচল আমি গুণী তারি গান!
কাজ করে গরু আর কাজ করে গাধা,
কুকুর আর বিড়ালে মন থাকে বাঁধা!
••••
(দশ পংক্তি পদ্য__ আন্তঃমিত্র ছন্দ)
এই পদ্যের প্রতিটা পংক্তিতে রয়েছে চৌদ্দটি অক্ষর।