ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ কে ভালবাসেন,
কোরআন, হদীস, ইজমা, কিয়াসে
পরম ঈমান রাখেন।

কোরআনের বানী, আল্লাহর জানি,
মানব জাতির দিশা,
জগতের যত সৃজিত সত্তা,
সকলের ই ভালোবাসা।

কোরআনের বানী শুনি যখনই,
সুমধুর ঐ আয়াত,
সূরা বাকারায় আল্লাহ বলেন;
'এ সেই কিতাব যা মুত্তাকিদের হিদায়াত।
গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে,
আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে।'

রবের দেখানো পথে চলা, ঈমান, আহকাম।
যারা রয়েছে রবের পক্ষে তারাই সফলকাম।

আদম হতে মুহাম্মদ সকল রাসূল-নবী,
প্রচার করেছে আল্লাহর বানী,
মানবের প্রতি দাবি।

তাওরাত, যাবূর, ইঞ্জিল, কোরআন,
আল্লাহর যত ওহী,
রাসূলগণ ই ধারক, বাহক,
তাঁরাই বার্তাবাহী।

আদম, ইদ্রিস, নূহ, হূদ,
সালিহ, ইব্রাহীম, লুত।
ঈসমাইল, ইয়াকুব,ইউসুফ আইয়ুব,
শুয়াইব, দাউদ।
মূসা, হারূন, সুলায়মান,
ইলিয়াস, ইয়াসা।
যুলকিফল, ইউনুস, যাকারিয়া,
ইয়াহিয়া, ঈসা।
আল্লাহ প্রেরিত শেষ রাসূল
হযরত মুহাম্মদ।
সকলেই তাঁরা করেছে জিগির
আল্লাহতায়ালাই সব।

আল্লাহ ছাড়া মাবুদ নাই এটাই ভিত্তি কথা
ঈমানের এই ভিত্তি বিনা
আর সকল ই বৃথা।

নবী, রাসূল, পয়গম্বর, জ্ঞানী-গুনী জন,
আল্লাহ বিনা আর কিছুতেই
নাই তাহাদের মন।

শির্ক হচ্ছে বড় জুলুম, ক্ষমার অযোগ্য পাপ,
অকৃতজ্ঞের বহিঃপ্রকাশ শয়তানের ই ছাপ।
মূর্তি পূজা গর্হিত কাজ সূরা মায়িদায় আছে,
মূর্তিপূজা ঘৃণ্য বিষয় আল্লাহতায়ালার কাছে।
মদ হারাম, শূকর হারাম, হারাম গীবত করা,
চোগলখুরি, ফিতনা-ফ্যাসাদ ধ্বংসের পায়তারা।
সতর ঢাকা, পর্দা করা আল্লাহর নির্দেশ,
শালীনতার সুস্থ ধারায় অতি উত্তম বেশ।

আল্লাহর আদেশ মান্যকারী যারা যারাই আছো
মূর্তিপূজা, শির্ক আর হারাম থেকে বাঁচো।
আল্লাহতায়ালা যা বলেছেন মান্য করো তাই,
আখেরী রাসূল মুহাম্মদের দেখানো তরিকায়।

বিশ্বাসের ছয়টি ভূজ, স্তম্ভ মুত্তাকির।
আল্লাহ, ফেরেশতা, ওহী, রাসূল, পরকাল, তকদির।

ধর্মপ্রাণ মুসলমান আল্লাহকে ভালোবাসেন,
কালেমা, সালাত, সওম, যাকাতে
নিজেকে পূর্ণ রাখেন।
হজ্জ করেন, জিহাদ করেন সামর্থানুযায়ী,
আল্লাহতায়ালার জিকির করেন,
জপেন আল্লাহর বানী।
প্রচার করেন কোরআনের বানী
হাদীস হতে জ্ঞান,
নিবিষ্টতার অতল গহিনে
পরিপূর্ণ ধ্যান।

হিদায়াতের দীপ্ত আলো
পৃথিবীময় জ্বলে,
জ্ঞানী-গুনীজন, মুত্তাকিগণ
সিজদায় ঢলে পড়ে,
আল্লাহর পদতলে।
----


কবিতাটির রচনাকাল :
(28 সেপ্টেম্বর 2023 (ইং))
(12 রবিউল আউয়াল1445 (হিঃ)
(রাসুলুল্লাহ্ মুহাম্মদ (সাঃ) এর জন্ম দিন এবং একই সাথে প্রয়াণ দিবস। ঈদ-ই-মিলাদুন্নবী))
(13আশ্বিন1430 (বং))
••••