ত্রিশ টাকা রিক্সা ভাড়া, হাজার টাকার ভাংতি নাই,
রিক্সাওয়ালা দেয় না সাড়া ভাংতি এখন কোথায় পাই?
যাকেই আমি জিগেস করি; ভাংতি হবে হাজার টাকার?
এক বাক্যে সবাই বলে; নাই তো দাদা ভাংতি এটার।
হাজার টাকার নোট টি নিয়ে কি যে হল যন্ত্রনা,
কেউ তো আছে ভাংতি দিবে, এই ভেবে পাই সান্ত্বনা!
হাজার টাকা হাতে নিয়ে সবার কাছেই ভাংতি চাই,
ভাংতি নাই, ভাংতি নাই, বৃথা গেল চেষ্টা টাই!
হাজার কোটি টাকার কথা শুনছি কানে হর হামেশা,
হাজার টাকার নোট ভাঙ্গাতে গলদ ঘর্ম পাই না দিশা!
••••
দশ পংক্তি পদ্য__দিমিত্র ছন্দ