মনে পড়ে আজ মনে পড়ে।
গত হয়েছে ষাটটি দিন,
মনটা আজি কেমন করে,
কাটছে কেমন রাত্রি-দিন!
ঘরটা আজ শূন্য বড়,
শূন্য ফাঁকা বিছানাটা,
ষাটটি দিন আগেও ছিলে,
আজকে আছি আমি একা।
মুচড়ে উঠে বুকের ভেতর
মনের ব্যথা, ঘুম আসে না।
একলা জেগে হাতড়ে বেড়াই,
ঝাপসা চোখে স্মৃতিই দেখা।
ভাঙ্গা পায়ের কষ্ট তোমার
কেঁদেছ কত গোপনে যে,
করতে পারিনি কিছুই তার
আমার সাধ্যে ছিলো না যে।
যেথায় আছো থাকো ভালো
মনটা খারাপ করো না,
আমি যেদিন আসবো সেথায়
সেদিন দূরে রবো না।
আর কটা দিন ধৈর্য ধর,
দুনিয়াটাতো ছুমন্তর!
আল্লাহতায়ালা ডাকলে পরেই,
আসবো চলে লোকান্তর।
এখন যেথায় আছো সেথায়
ভাঙ্গা পায়ের কষ্ট নেই,
আমরা যখন মিলবো আবার
খুশিতে তখন হারাবো খেই!
একই সাথে থাকবো আবার,
বলবো কথা একসাথে,
গল্প করবো, কবিতা বলবো,
শুনবে তুমি এক কাতে।
•••
২২ মে ২০২৪