আলো মোরা ভালোবাসি
আঁধার কে নয়,
আলো পানে ধেয়ে চলি,
আঁধারে তে ভয়।
আলো-আঁধারের মাঝে
মন উচাটন,
বলি সব আছে ঠিক,
ভাবি, বোকা মন।
জীবনের ধাপে ধাপে
পথ চলে এঁকেবেঁকে,
সেই পথে চলা হয়,
পা ফেলে মেপে মেপে।
বাকা মন কিছুক্ষণ
চায় সব ভাঙতে,
আলো ভরা পথ ছেড়ে
আধাঁরেতে হাঁটতে।
মনের এপিঠ বলে
যেও নাকো পথ ছেড়ে,
মনের ওপিঠ বলে
হাল ধরো সব পিছুটান ছেড়ে।
যাওয়া, না যাওয়ার দোলা,
চলা, না চলার বেলা,
আলো-আঁধারির খেলা,
বসে জীবনের মেলা।
টান, পিছুটান
সবই জীবনের নাম।
আলো রয়, আঁধার রয়,
এরই মাঝে জীবন বয়।
সুখে ভালো, রঙিন আলো,
দুঃখে হাহাকার,
জীবনের এপিঠ আলো
ও পিঠ আঁধার।
বাতির নিচেই অন্ধকার।