তুমি সামনে দাঁড়ালে
আমি নতজানু হই
ঈশ্বরের সামনে যেমন
নতজানু হয় তার ভক্ত
তুমি অামকে ওভাবে কেন দ্যাখো
তবে কী আমাকে নির্মাণ করতে চাও
পুনর্বার
আমি তো তোমার কাছে বর চাইনি
তবে কেন
দেবীর মতোন আমাকে
বর দিতে চাও
দেবীরা ভক্তকে বর দেয় জানি
কিন্তু তুমি তো মানবী
যদিও অামি তোমার ভক্ত
তবে প্রেমিক কী নই
এ পাগল ভক্তকে কী বর দেবে দেবী
এ প্রেমিককে কী প্রেম দেবে হে মানবী
কিছুই চাইনা আমি তোমারে কাছে
তবুও তুমি সামনে এলে আমি
ভক্তের মতো নতজানু হই
তবুও তুমি সামনে এলে আমি
প্রেমিকের মতো নতজানু হই ।
১০.৮.১৫