তোমার প্রণয় যেন পাখিদের ঘরেফেরা-টান
তোমার প্রণয় যেন প্রথম প্রেমর গাঢ় অভিমান।
যতটুকু বিষ আছে তোমার ভেতর
অমৃত আছে কী বল তার চেয়ে কম,
রাতে কী কেবলই থাকে কৃষ্ণ-আঁধার
থাকে না সেখানে কি জোছনা অনুপম!
তুমি গরল দিলে হাসি মুখে
নিতে পারি শিবের মতোন,
ভালোবাসার ছোঁয়া পেলে ঘৃণাও
হয়ে ওঠে অমূল্য মানিক রতন।
তোমার বিষ সে তো বিষ নয়
বিরহে জেগে ওঠা বিষাদের তান,
তোমার কাতরতা সেতো কিছু নয়
আমাকে না পাওয়ার নীল অভিমান।
ফুলের ভিতরে জানি যতটুকু বিষ থাকে
তার চেয়ে বেশি থাকে মধু-ভাণ্ডার,
যতই বিষ তাই দু হাতে বিলাও
ভালোবেসে পথ চেয়ে থাকবে আমার।
৭.১১.১৬