একদিন আমার কাছে এসে এক দেবদূত বললেন-
আমাকে তোমার প্রজাপতি- সকাল দেবে ?
আমি বললাম -তা দিতে পারি
কিন্তু বিনিময়ে আমি কী পাবো ?
সুনীল আকাশে তখন একচিলতে বিদ্যুৎ- কী চাও তুমি ?
-আমাকে তোমার টগবগে দুপুর দিতে হবে
-দেবো
-তবে নাও
এই বলে আমার পাকেটি থেকে
তোমাকে দিলাম প্রজাপতির পাখনার মতো একটি অন্যন্য সকাল
তার পর এক এক করে কেটে গেছে চল্লিশ বছর
পথ চেয়ে চেয়ে আমি ক্লান্ত ভীষণ
তুমি তো এলে না আর হাতে নিয়ে মধ্যাহ্ন সংবাদ
অথচ আজ হঠাৎ সোনা চোরাকারবারির মতো হন্তদন্ত হয়ে সামনে এসে দাঁড়ালে আমার
আমার দিকে দু হাত এগিয়ে দিয়ে বললে -এই , নাও
-কী?
-একটি ক্লান্ত বিকেল
-কিন্তু আমি তো তোমার কাছে দুপুর চেয়েছিলাম
-হ্যা
-তবে ? কেন আজ ধবল বিকেল দিচ্ছ আমাকে?
-আমি তোমার জন্য দুপুর এনে ছিলাম
- তা হলে ?
- মাঝ পাথে ঈশ্বরের সাথে দেখা ,তিনি বললেন , দুপুর তার ভীষণ প্রিয় ,
ওটা রেখে যেতে হবে তার বিলাসিতার জন্য
আমিত তাই বিধাতার দু হাতে দুপুর তুলে দিয়ে
তোমার জন্য নিয়ে এসছি এই ধবল বিকেল।
সেই থেকে আমি ধবল বিকেল নিয়ে আজও বেঁচে আছি।
১৮.১০.১৬