পাখির ডানা থেকে ঝড়ে পড়া সুর
আকাশ মুছতে যেয়ে কেবলই
মুখ থুবড়ে পড়ে আকাশে

জন্মদিনের গান
আন্দনের আড়ালে
নিহত হবার নান্দনিক গল্প শোনায়

শুধু সে সুর শুনতে পায়
অন্ধবায়োলিন বাদক
বাকি সব নির্বোধ শ্রোতা কেবল

তুমি দরোজা বন্ধ রেখে
পাল্টাতে যেয়ো না গতিতত্ত্বের গান
স্বরলিপি সুর থেকে আলাদা হয় না
কতবার বলেছি তোমাকে।  
২৬.৮.১৭