একটি পাহাড়ের মালিকানা সংক্রান্ত গল্প ॥ আসিফ আলতাফ
একদিন আমরা একটি পাহাড় দেখতে গেলাম
পাহাড়টির দেয়ালে জ্বল জ্বল করছিলো
আমাদের পূর্বপুরুষ আর রমণীদের
নির্মাণ-কাহিনি,
আমরা অত:পর পাহাড়টির গুহাশয্যার দিকে তাকালাম
দেখলাম- সেখানে কণক-জোছনার মতো
ছড়িয়ে আছে তাহাদের প্রেম, শৃঙ্গার-সুগন্ধি, রতি-বৈভব
হঠাৎ দেখলাম- সন্ন্যাসীর তপস্যার মতো মৃদ্যুপায়ে হেঁটে এসে
পাহাড়টি একসাথে আমাদের
দুজনের শরীরে প্রবেশ করলো-
সেই থেকে আমরা পাহাড়টির যৌথ মালিকানা পেলাম।
২৮.৬.১৭