সারাজীবন তো দূর থেকেই দেখলে
এবার না হয় কাছ থেকে দ্যাখো
তা হলে দৃষ্টিভ্রম কাকে বলে
এই প্রথম বুঝবে তুমি
ইচ্ছে করলেই তুমি ছুঁয়ে দেখতে পারো
এই চুল
চোখ
নাক
মুখ
ঠোঁট
বুক
এবং
হৃদয়
আমি মেঘ সরিয়ে দিয়েছি
এবার জোছনায় স্নান করতে পারো ।
সারা জীবন তুমি অন্ধের মতো রোদ আর জোছ্নার
ব্যবধান করতে যেয়ে কেবলই ভুল করেছো
আজ তোমাকে দৃষ্টি শক্তি দিলাম
এবার তুমি তুলাদণ্ডে তুলনা করে দেখো ।
এতদিন তুমি চোখে বন্ধ করে ভালোবার ছবি আঁকতে যেয়ে
কেবলই এঁকেছো তোমার অধর আর ঠোঁটের উল্লম্ফন
কেবলই শৃঙ্গার রসের জলরঙে ভরেছো কোমল জমিন
আজ তোমার চোখের আলো দিলাম
আজ আমি মেঘ সরিয়ে দিলাম তুমি জোছ্নায় স্নান করতে পারো।