তুমি চিৎকার করতে পারোনা।
তুমি যেখানে সেখানে বিরোধী হয়ে উঠতে পারোনা।
ফেসবুক,টুইটারে যা করছো করো,
গালাগাল দাও ,প্রতিবাদ করো,
যাকে -তাকে সমর্থন করো,
প্রেম -ভালোবাসায় অংশগ্রহন করতে পারো,
মৃত্যুর ভয় কে মিথ্যে প্রমান করার জন্য
মরতে হলে মরো
তবে ,তুমি চিৎকার করতে পারোনা।
তুমি যেখানে সেখানে বিরোধী হয়ে উঠতে পারোনা।
তোমার একঘেয়ে বক্তব্য গুলোকে বন্ধু মহলে আবদ্ধ রেখো
তোমার শব্দ গুলো দিয়ে এপারেই কবিতা লেখো।
ওপারে শাসকের অবস্থান
ওপারে মিথ্যে গণতন্ত্রের অবস্থান।
ওপারের ওরা শুধু ক্ষমতা বোঝে ,স্বার্থ -সুবিধা বোঝে ,
ওদের অনেক বুলেট
তাই ,ওরা শুধু রক্তিম রঙ খোঁজে।
তাই ,তুমি চিৎকার করতে পারোনা।
তুমি যেখানে সেখানে বিরোধী হয়ে উঠতে পারোনা।