আমি ভীতু নই , তবু আমি ভয় পাই।
আমি আমার ক্লান্ত ,অসুস্থ শহরকে দেখতে ভয় পাই।
কয়েক শত বছর ধরে
উৎসবের আগে, ভোটের আগে কিংবা স্বনামধন্যদের আগমনের আগে জোড়াতালি দিয়ে শহরের ক্ষত গুলোকে ঢাকার ব্যর্থ চেষ্টা চলছে।
কয়েক শত বছর ধরে
শহরের পরতে পরতে উৎসবের রঙ ঢেলে শহরের অলিগলিকে রঙীন করার ব্যর্থ চেষ্টা চলছে।
এত রঙ এর মাঝেও অশুভ কালো রঙটা থেকে যায়।
এ ক্ষতের রঙ উজ্জ্বল, তীব্র, তীক্ষ্ম কালো ঠিক ফুটপাতের কোনো এক বাসিন্দার চোখের মণির মতো।
শতাব্দীর পর শতাব্দী এ ক্ষতের তীব্রতা, এ শহরের অসুখ ধ্রুব থাকে ঠিক রাজনৈতিকদের মিথ্যের মতো।
যত দিন এ শহর থাকবে, থাকবে এ অসুখ ।
আরো থাকবে ধুলোমাখা ,লালাঝরা ,ক্লান্ত কয়েকটি মুখ।
সব কিছু ঠিক চলতে থাকে ,সব কিছু ঠিক সুখ খুঁজে নেয়।
ক্ষত গুলোতো থাকবেই,কারন এগুলোই তো স্বর্গ আর শহরের মাঝে তফাৎ গড়ে দেয়।।