লেজ গুটিয়ে পালাচ্ছিস রে কোথায়, ওরে হতভাগা!
মুল্লুকটা তো চিবিয়ে খেয়েছিস, গোড়া থেকে আগা।
ধরা তো তোকে পড়তেই হবে, আজ কিংবা কাল,
‘জেন জি’রা ছাড়বে না তোকে, ছাড়িয়ে নেবে ছাল!
পালিয়ে তুই বাঁচবি কদিন, রইবি কদিন লাপাত্তা?
শেষে কেঁদে কুল পাবি না, কপালে জুটবে যা-তা!
সময় বেশি হাতে নেই, ওরে আহাম্মক! হতচ্ছাড়া!
ঘোল ঢেলে ঘোরাবে তোকে, মাথা করবে ন্যাড়া!
নাকের জলে চোখের জলে হবি, ওরে বোকারাম!
ভোল পাল্টে লাভ হবে না, আজ তোর বিধি বাম।
মুখ ফস্কে বেরিয়ে যাবে- ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’
রোদ-বৃষ্টিতে কাবু হবি, হ্যাঁচ্চো হ্যাঁচ্চো দিবি হাঁচি!
শনির দশা কাটবে না তোর, বৃহস্পতি গেছে নিভে!
আফসোস করে হায়! হায়! কামড় দিবি তুই জিভে।
ভাঙবি তবু মচকাবি না, তুলেও যদি মারে আছাড়!
এতেও তোর খণ্ডাবে না পাপ, তুই এমনতর নচ্ছার!
বড়াই ছিলো খুব তোর, দেখেছিলি সাপের পাঁচ পা!
হ্যাঁচকা টানে ছিটকে গেলি, খাটল না কোনও ধাপ্পা।
ভেবেই মরছিস এখন, জারিজুরি করে ফিরে আসবি,
সে আশার গুড়ে বালি! বেকায়দায় পড়ে তুই ফাঁসবি।