কোটা সংস্কার আন্দোলনে নিহত ‘শহীদ আবু সাঈদ’ স্মরণে-

তুমি ছিলে নবজাগরণের অনন্য পুরোধা
দুঃসাহসী, অপরাজেয় জ্যোতিকা,
লাখো বাঙালির হৃদয়কে করে উদ্ভাসিত
ছিলে- দীপ্তিমান আলোকবর্তিকা।

তুমি ছিলে ‘বাংলা বসন্ত’র অগ্রদূত
পরাধীনতার খুনি, মুক্তির স্রষ্টা,
জাতি ও সভ্যতাকে দেখিয়ে আলো
ছিলে- নির্ভীক, অদম্য স্বপ্নদ্রষ্টা।

তুমি ছিলে- দুঃসাহসী, অকুতোভয়
বুলেট সম্মুখে পেতে দিয়ে বুক,
দূর্বার-দুর্জয় শক্তিতে প্রমাণ করেছ
এ-মৃত্যুতে আহা কি পরম সুখ!

চিরজাগ্রত হয়ে তুমি রইবে অমলিন
তোমার চেতনা- মৃত্যুহীন অবিনশ্বর,
বেঁচে থাকবে তুমি মনের ডায়েরিতে
স্বদেশ-জননীর স্মৃতিতে চির ভাস্বর।