আচানক কি হচ্ছে এসব
এই দেশটা জুড়ে,
দুর্নীতি-অনিয়মের ঢাক
বাজছে বেজায় বেসুরে।

ব্যাংকে কারও অঢেল টাকা
হিসেবটা গোলমেলে,
কারও আবার হেথায় সেথায়
পাপের খোঁজ মেলে।

কেউবা মজেছে নারীর নেশায়
কিনছে দামি গাড়ি,
কারও আবার অবৈধ রোজগার
একটু বেশিই বাড়াবাড়ি।

কারও পুত্রের ছাগল-কান্ড
গ্যাংস্টার কারও বেটা,
জবাবদিহিতার ভয়ে পালাচ্ছে সব
এরা নয় কেউকেটা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী দৌড়ে
মানুষের হাঁসফাঁস,
দিনে দিনে আকাশটা ভারী
কাঁপছে আশপাশ।

আমি বড্ড সরল সোজা
জীবনটা এলেবেলে,
কি করে চলবে ভবিষ্যৎ
এই চিন্তাই শুধু খেলে।