শহরটাকে আর যায় না চেনা
আহা! কি সুন্দর দিন ছিল ঐ,
আজ পথে-ঘাটে বেরনোই দায়
বৃষ্টির থাবায় জল থই থই।
ডোবা-খালের জলে নগরী ভাসে
জলজট লাগে- বাঁধে হৈ চৈ,
কোমর দুলিয়ে নাচে টেংরা-পুঁটি
তাক ধিনা ধিন, তাথৈ তাথৈ।
যেতে কক্সবাজার নতুবা সেন্টমার্টিন
মাথা খারাপ! কেউ রাজি নই,
বৃষ্টি হলেই শহরে দিব্যি নৌকা চলে
বাংলা ভেনিস! হৈ হৈ রৈ রৈ!
এমনটা যদি নিত্য চলতে থাকে
কপালে আছে দুঃখ- বলছি পই পই,
শেষে কেঁদে কুল পাবে না কেহ
ডুবন্ত নগরে- তুমি কই, আমি কই!