জ্বলছে হে বাংলা আমার
পুড়ে যাচ্ছে গোটা বিশ্ব।
ফাটল ধরেছে মৃত্তিকায়
বসুধা ক্রমশ নিঃস্ব।
ইউরোপে আজ লেগেছে আগুন
বনভূমি পুড়ে ছারখার।
বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙ্গানিতে
খরা সংকট বারবার।
গ্রীনহাউস গ্যাসের অতি নিঃসরণ
বাড়াচ্ছে কার্বন পদচিহ্ন।
ওজোন স্তরের ক্ষয়ের প্রভাবে
ধরণী হবে নিশ্চিহ্ন।
প্লাস্টিক দূষণে বিপর্যস্ত জীবন
সমুদ্র পায়নি নিষ্কৃতি।
জীববৈচিত্র্য আজ ধ্বংসের মুখে
ক্রমশ নিষ্প্রাণ প্রকৃতি।
যুদ্ধের নেশা আর অস্ত্রের গর্জনে
এ পৃথিবী সদা প্রকম্পিত।
শুভবুদ্ধির উদয় হয়নি আজও
প্রাকৃতিক ভারসাম্য লঙ্ঘিত।
বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ
বিশ্ব নেতারা শঙ্কিত।
খাদ্য নিরাপত্তা পড়েছে সংকটে
মরুময়তার অভিঘাতে আতঙ্কিত।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে
উপকূল যাবে তলিয়ে।
বাস্তুহারা জনপদের অশেষ দুর্ভোগ
আঁধার আসবে ঘনিয়ে।
বাঁচতে যদি চাও সকলে
প্লাস্টিক করো বর্জন।
ভূমি পুনরুদ্ধারে সচেষ্ট হলে
হবে টেঁকসই উন্নয়ন অর্জন।