ঈষাণের কোনে
ঘনিয়াছে মেঘ
তমসায় চারিধার।
ঘাটে নেই কেউ,
জোয়ারের ঢেউ
ভাঙিয়াছে খেয়া পাড়।
দমকা হাওয়ায়
ছোট্ট খেয়ায়
লণ্ঠন নিভু নিভু।
মাঝি পাটাতনে
ডাকে প্রাণ পণে
রক্ষা করো প্রভু।