আজও ভালবাসার গাছটিতে
নিয়মিত পানি দেওয়া হয়
আর কিছুটা যত্ন নেওয়া হয়।

ফুল আসতে অনেক দিন,
ফলটা যেন মিষ্টি হয়।