আমি যদি সূর্য হই? তুই কি আমার চাঁদ হবি?
তোকে আমি আমার আলোয় উজ্জ্বল রাখতে চাই।
এতো দূরে থেকেও সূর্য মামা যেমন আলো দিচ্ছে,
আমিও ঠিক তেমনই তোকে আগলে রাখতে চাই।
আমি যদি সূর্য হই? তুই কি আমার চাঁদ হবি?
আমাদের পৃথিবীকে তুই কি আগলে রাখতে পারবি?
আরে বাবা বলছি আমি, তোকে আলো দিয়ে যাবো।
যদি অমাবস্যা আসে নেমে। তবুও দেখিছ তুই,
অন্ধকার শেষে ঠিকই আমি তোকে আগলে নিবো।
আমি যদি সূর্য হই? তুই কি আমার চাঁদ হবি?
আমাদের সন্তান পৃথিবী, তুই তাকে আগলে রাখিস।
আমি তোকে আলো দিয়ে যাব, তুই ওকে একটু দিস।
অর্ধেক আমি, অর্ধেক তুই। দিনে আমি, রাতে তুই।
আমি যদি সূর্য হই? তুই কি আমার চাঁদ হবি?