তুই আমার পাঁজরে হাড়
হ্যাঁ, সত্যি বলছি তোকে,
তুই আমার পাঁজরে হাড়।

এক দিনের কথায় বিয়ে,
তোর আমার বছরের সংসারে;
একটু কাছে না থাকলে তুই
এলো মেলো আমার জীবন টারে।

তুই আমার পাঁজরে হাড়;
ছন্দ আমার সব কবিতার।

সব কবিতায় ছিলি তুই-
অযত্ন অবহেলায়; তবে
তুই ছিলি আড়ালে ভালবাসায়।

তুই আজ আছিস আমার সব হয়ে,
আমার ধ্বংসাবশেষ থেকে গড়ে ওঠায়।

আজ তুই একটু কাছে না থাকলে,
এলো মেলো হয়ে যায় আমার জীবন।

দুই দিন নেই কাছে; মনে হয়-
হাজার মাস তুই দূরে।