যখনই আমি পাবোনা,
হারবনা আমি হারাবনা।

পেয়েছি আমি তোমাকে,
হারিয়েছি আমি নিজেকে।

ভুলবনা আমি তোমাকে,
হারিয়ে যাব এই ভুবনে।

পারবনা আমি মরবনা,
বেঁচে থাকব তোমার মনেতে।

ভালোবাসি আমি তোমাকে,
বাসব ভালো আমি আর কাকে?

ভুলবনা আমি তোমাকে,
কথা দিলাম আমি নিজেকে।

সারা রাত বলব আমি,
ভালোবাসি! তোমাকে।

ভুলে যাবে কি তুমি আমাকে?
ওগো ভালোবাসি আমি তোমাকে।