সূর্যি মামা ডুবে গেলেই ঘণ্টা বাজে,
সন্ধ্যে নামার ঘণ্টা।
সন্ধ্যে নামার ঘণ্টায় সকল মানুষ
যাত্রা করে বাড়ির দিকে।
কখনো মালিবাগে লোকাল বাসে,
কখনো গুলিস্থানে লাইনে দাড়িয়ে,
কখনো লোকাল বাসে সিট না পেয়ে,
কখনো লাইনে দাড়িয়ে টিকিট পেয়ে,
বাড়ি ফিরার জন্য আকুল হয়ে,
যাত্রা শুরু করে তারা।
কখনো যদি সন্ধ্যেতে বৃষ্টি থাকে,
যাত্রাটি আরও কঠিন হয়ে পরে।
কখনো মনে হয় ভয়, কত দেড়ি,
কত দেড়িতে ফিরতে পারি বাড়ি।
মালিবাগের যাত্রায় একটু রাত,
আর গুলিস্থানে কত সন্ধ্যেতে,
কত বার পাড়ি দিয়ে ফিরেছি বাড়ি।