রমজান আরবি মাস, বাংলায় রোজার মাস।

রোজা আল্লাহ্'র প্রতি একটি ফরজ ইবাদাত,
সব উম্মতের মতো মুসলিমের প্রতিও ফরজ।
ইসলামের প্রধান পাঁচটি স্তম্বের একটি: রোজা।

সাবান মাসের শেষে, কাটা নখের মতোন
এক ফালি চাঁদ ওঠে পশ্চিম আকাশে।
মুসলিম উম্মতের নাজাতের মাস শুরু হয়।

কত গুনাহ্ করেও এই মাস নসিব হয় মুসলিমের।
প্রতিদিন ক্ষমা করেন রাব্বুল আলামিন
লাখ্ কোটি মুসলিম রোজাদার বান্দাদের।

মুসলিম উম্মতের ইবাদাতে আনন্দ,
চোখে মুখে যেন নুরের আলো।
নামাজ রোজা কোরআন তিলাওয়াত,
বছরে একবার যাকাত আদায়, এই মাসেই।

মহান আল্লাহ্ ঢেলে দেন রহমত এই মাসে,
যে যত পারে নিবে কুড়িয়ে, ইবাদাতে।