আমি ভাই রোজাদার, করিতেছি ইবাদাত।
আদায় করিয়াছি নামাজ, কোরআন তিলাওয়াত।

পবিত্র রমজানে ফরজ হইলো রোজা,
নাজিল করিল কোরআন খোদা'তাআলা।

পবিত্র সেই রজনী 'লাইলাতুল কদর'
করিব সন্ধান শেষ দশ রমাদানে।

হে মুমিন ভাই আমি রোজাদার,
করিতেছি ইবাদাত রাত্রি-দিন-সন্ধ্যায়।

দিন গেল রাত গেল কাঁদিলো নয়ন,
ক্ষমা করিও আমায়, হে মহান ক্ষমতাধর।