অনুভূতি একটি সাগরের নাম,
অনুভূতি একজন পাগলেরও নাম।

তার প্রতি আমার অনুভূতি প্রেমের,
আমার প্রতি অনুভূতি তার? এক দিনের।

সেদিন সাড়া দিন আমার খোঁজ নাই,
সন্ধ্যায় আমায় খুঁজিয়া নিল তাই।

‘আমার’ বলে ডেকেছিল সে,
আজও আমি খুঁজি তাহারে।

একা থাকার অনুভূতি খুব ভয়ের,
সেই ভয় আজ আমি আর পাই না।
সে যখন একা ছিল,
খুব ভয় পেতাম আমি।
আজ সে একা নয়,
আজ আমিই যে একা।

অনুভূতি টুকু এরকম যে,
সে মুখ ফিরিয়ে বলেছিল নাকি,
সে আর আমার সাথে নাই।

তাকে আমি আজও চাই,
আপন করে নাইবা পাই,
সাথে থাকুক একটু কাল,
তাকে নাইবা বলব আর।

সাড়া দিন তার খোঁজ নেই নাই,
সন্ধ্যায় আমায় ডেকে বলে,
‘কোথায় আমার তুমি?’
এতটুকুতেই অনুভূতি পাই আমি,
আমার এত অনুভূতি পেল না সে।