নীল আমার ভালোলাগা,
সুন্দর মিষ্টি একটি রং।

নীল তার খুব প্রিয়,
ভালবাসি আমি নীল।

সবুজ সব প্রাণের রং,
প্রাণ আমি ভালবাসি।

সবুজ বিশ্ব প্রকৃতি,
তাকে আমি ভালবাসি।

নীল শাড়ি সবুজ পাঞ্জাবি,
মানাবে আমাদের খুব।