ডাকিতেছে মুয়াজ্জিন, দিতেছেন আজান,
হইয়াছে নামাজের সময়, মসজিদে পাঠান।

কাকে পাঠাইবেন মসজিদে?
নিজের মন আর নিজেকে।

প্রতিদিন পাঁচ বার হয় যে সময়,
ডেকে মুয়াজ্জিন বলেন, "নামাজ পর।"

সুরের সে আহ্বান আসে যে কানে,
ঘুম ভাঙ্গে পাখি ডাকার অনেক আগে।

দুপুরেতে অনেক ব্যস্ত ডাকে মুয়াজ্জিন,
কাজের বিরতি দিয়ে ইবাদাতে মুমিন।

ক্লান্ত বিকেল, ঢলে পরছে শরীর,
ডাকিল মুয়াজ্জিন, নামাজে মুমিন।

সূর্য মামা ডুবিল কেবল সকল কর্মের ছুটি,
তিন রাকাতে ডাকিল মুয়াজ্জিন, হাজির মুমিন।

রাত্রি নামিল, চাঁদ হাসিছে, ডাকিছে মুয়াজ্জিন,
শেষ চার রাকাত আদায় করিয়া ঘুমাইবে মুমিন।