কবিতা, শেষ কবে দেখা হয়েছিল মনে আছে?
সেদিন তুমি আমার প্রিয় নীল শাড়ি পরে এসেছিলে।
কপালে কালো টিপ আর হাতে হলদে সবুজ চুড়ি।
ঠোঁটের কোনে হাসি নিয়ে আমায় বলেছিলে,
“চলো না আজ বৃষ্টিতে ভিজি, সন্ধ্যায়।”
শীতের সেই সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে,
তোমায় নিয়ে আমি ভিজতে পারিনি।
আজও প্রতি শীতে তোমায় মনে পরে,
প্রতি সন্ধ্যার বৃষ্টিতে ভিজবার আহ্বান মনে পরে।
মনে পরে তোমার মায়া ভরা চোখের সেই কাজল।
কত রাত ঘুম হয়নি জানো? চোখের নিচে কালি,
তোমার কাজল কালো চোখ, আজও ভুলিনি।