কিছু মানুষ হাতে হাত রেখে পাশাপাশি চলে,
কিছু মানুষ দূরে থেকেও অন্তরের পাশে থাকে।
কিছু মানুষ অভিমানে হাত ছাড়ে,
কিছু মানুষ অভিমানে দূরে সরে।
অভিমান শেষে কাছে ফিরে এসে,
জড়িয়ে নেয় নিজে, শক্ত বাহুতে।
সেই কিছু মানুষ খুব কষে চর মারে,
সেই গালে হাত রেখেই ফুঁপিয়ে কাঁদে।
চরের ব্যথার চাইতে সে নিজেই,
নিজের মনের ব্যথায় মরে মরে।
কাছে এসে অভিমানে নিজের হাতটি ছুড়ে মারে।
“ধরবো না তোর হাত” চিৎকার মনে প্রাণে।
হালকা চেপে ধরে, বিদায়ের সুর মনে বাজে।
দূরে গিয়ে ফিরে তাকাস, দাড়িয়ে থাকি আমি।
তোর অভিমানের নাটক এত দিনে ঠিকই বুঝি।