এ যেন প্রেম নয়,
নষ্ট সমাজের নষ্টামি।

এ যেন প্রেম নয়,
ভণ্ড সমাজের ভণ্ডামি।

এ যেন প্রেম নয়,
তুমি আর আমি
আজই আছি, আজই নেই।

এ যেন প্রেম নয়,
তোমাকে আমি,
আমাকে তুমি,
তারপর আর কেউ নাই।

এ যেন প্রেম নয়,
একই বিছানায় থাকা।

এ যেন প্রেম নয়,
একই স্বপ্ন আঁকা।

এ প্রেমের নাম নাই,
শুধুই ভালবাসা।
যেদিন হারিয়ে যাই,
খুঁজিয়া লাভ নাই।