সূর্য মামা ডুবে গেলে,
চাঁদ মামা উদয় হয়।
পথে পথে হাঁটি যতন,
সাথে সাথে চলে তখন।
পূর্ণিমায় দেয় ঢেলে আলো,
অমাবস্যায় সে'তো অন্ধকার।
কখনো পূর্ণ গোলাকার রৌপ্যমুদ্রা,
পূর্ণিমার আলোয় আলোকিত রাত্রি।
কখনো কাটা এক ফালি নখ।
সদ্য কাটা এক ফালি নখ
নিয়ে আসে আনন্দের সংবাদ,
যেমন: কাল থেকে রোজা বা কাল ঈদ।