সে এক বিশাল মরুভূমি।
নাই কোন ছায়া, নাই পানি।
রোদের তাপে পুড়ে যায় গা,
তৃষ্ণায় ফাটে পথিকের গলা।
দূরে দেখি এক বিশাল ছায়া,
এ যে বিশাল বৃক্ষ, পাশে কুয়া।
ছায়া দিল গায়ে, পান করিলাম পানি,
তৃষ্ণা মিটিলো, শরীর জুড়াইলো,
ঢলিছে ক্লান্ত শরীর, বুজিছে আঁখি।
এই বৃক্ষের ন্যায় ছায়া দেয়,
আগলায় মোর সংসার,
না চাইতেই তৈরি খাবার,
জল পাই ক্লান্তি আসার।
ফিরিলাম বাড়ি, দেখিলাম তার মুখ,
ক্লান্তি উধাও, সে যে আমার সোনা বউ।