"ঝড় আসছে বৈশাখী ঝড়।"
মৌসুমি বায়ু আনছে বয়ে
ঐ কাল মেঘ, আসছে ঝড়।
মেঘে মেঘে ঘর্ষণ, বজ্রপাত।

এ যে তীব্র বাতাস, গুড়িগুড়ি বৃষ্টি
এখনই নামবে মুষল ধারায়।

এ ঝড় আসে সন্ধ্যায়,
ঝরে পরে অপক্ব আম।