কিছু ফুল কিছু মানুষের হাতেই মানায়।
কিছু ভুল শুধু কিছু মানুষই করে।
কিছু প্রাপ্তি কিছু মানুষের জন্যই।
কিছু অপ্রাপ্তি অনেক মানুষের জন্য।
ভুল, ফুল, প্রাপ্তি, অপ্রাপ্তি সবই আপেক্ষিক।
আমার কাছে তার হাতেই ফুলগুলো মানায়।
আমি কিছু ভুল শুধু তার কাছেই করি।
আমার কোন কিছু প্রাপ্তির মধ্যেই সে।
আমার সকল অপ্রাপ্তি তাকে ঘিরেই।
রাজার রাজ্যে সব থেকেও তুই না থাকা অপ্রাপ্তি।
রাজার রাজ্যের সব ফুলের মালিক শুধু তুই।
রাজ্যের সব ভুলের ক্ষমা তোর কাছেই,
সকল প্রাপ্তির বাহ্ বাহ্ শুধু তুই দিস।
তুই আমার আপেক্ষিকতা,
কখনো মিষ্টি, কখনো তিতা।