আচ্ছা, তুমি কি কবিতায় কথা বলো?
নাকি ছন্দে/ছড়ায়? নাকি নতুন কোন সুরে?
নাকি তুমি কথা বলো শুধুই ভালোবেসে?
নাকি তুমি কথা বলো বন্ধুত্বে মুগ্ধ হয়ে?
তুমি কি বন্ধু হও নিজের কোনো স্বার্থে?
নাকি নিঃস্বার্থ বন্ধুত্বে বিশ্বাসী তুমি?
তুমি কি কবিতায় কথা বলো?
তুমি কি কবিতার প্রেমে পরো?
আমি যদি কবি হই?
বাসবে কি ভালো আমায়?
আমি যদি কবিতা লিখি,
তুমি কি বন্ধু হবে আমার?