তুই আর আমি,
কত পথ হাঁটি,
কত কথা বলি,
হাত ধরে থাকি,
পাশাপাশি বসি,

পথে পথে ঘুরে,
দুষ্ট মিষ্টি সুরে,

ঘরের কোনে বিছানাতে,
তুই আর আমি,
আমাদের মিলনের সুখে।

আমি আর তুই,
কতদিন এক সাথে।