তারুণ্যের পানে ঝলসে চেহারা,  
স্বপ্নের পথে হেমন্তের চাঁদা।  
আগামীর আকাশে বিস্তৃত নূতন আশা,  
হৃদয়ে স্থির থাকে নির্ভীক সম্প্রতির ধারা।  


উৎসাহের পৃষ্ঠে বীরত্বের সাঁতারা,  
স্বপ্নে কোমলতা মিশানো সারা।  
সমুদ্র অপেক্ষায় অশ্রু চুপিচুপি,  
স্বর্ণময় সূর্য উত্তরে নিরিবিলি।


আকাশে তারুণ্যের স্বপ্ন ছুঁয়ে,
হৃদয়ে অশ্রুপাতের বৃষ্টি ঝরে।  
স্বপ্নের দূর সীমানা তার অধিকারে,  
পড়ে কি ছিঁড়ে বাতাসের ধারে?


আদর্শের গানে জীবন সাজিয়ে,  
আকাশে তারার মাঝে প্রেমের বিনোদে,
হৃদয়ে প্রবাহিত প্রণয়ের স্রোত।
যেন সৃষ্টি করে নব্য ধরাধামের লোক।


বলিষ্ঠ স্বপ্নের বলয় ঐ দূর আকাশে,  
অদৃশ্যে হারিয়ে যায় খানিকটা পরে।  
হারিয়ে যায় হেমন্তের অবসানে,  
সবুজ পাতা ধূসর হবার ক্ষণে।


হেমন্তের বাতাসে স্বপ্নের হৃদস্পন্দন,
ভোরের মৃদু আলোয় যেন বয়সেরই ভ্রম।
তারুণ্যের আঙ্গিনায় ম্লান হয় বিষাদময় স্মৃতি,
হৃদয়ে সৃষ্টি করে এক নতুন গল্পের ভীতি।


তারুণ্যের সূর্য অন্বেষণে নয়া প্রকাশ,  
স্বপ্নের পথে প্রেমের নেই কোনো অবকাশ।
তারুণ্যের শিখায় প্রজ্বলিত মানবতার উচ্ছ্বাস,
আলোর পথের এই পথিক আনিবে সজীবতায় বিশ্বাস।