নিঃশব্দ রাতের ধূসর আলোয় ছায়াময়-
ব্যর্থ প্রেমের অশ্রুবিন্দু শুকিয়ে গিয়েছে বিস্মৃতির করুণ কোলায়;
পথের ধারে ক্লান্ত পাখির ডানায় অবসর নেয়,
স্মৃতির প্রান্তে ফেলে আসা দিনের কোলাহল।
নির্জন পথে একলা হাঁটা, দৃষ্টির সীমায় ঝাপসা প্রতিচ্ছবি।
বয়সের ভারে চিন্তাশীল মন অসহায়,
সন্ধ্যার আগুনে জ্বলে ওঠা মনের আলোকছটা,
ম্লান হয়ে যায় সূর্যাস্তের সীমানায়।
নির্বাক পাখির অব্যক্ত ব্যথা মনে জাগায়,
দুর্বিনীত সাহসের বিষাদময় অভিজ্ঞতা।
শীতল চাঁদের আলোয় ক্ষণিকের আরাম খুঁজে,
অঘোরীর মতন সব বঞ্চনা বয়ে যায়।
সত্য-মিথ্যের দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত,
মধ্য দুপুরের ক্লান্তিকর পথে হেঁটে,
নির্বাক প্রশ্নের ঝড়ে মনের ঝালাই,
অভিমান ভরা কলতানে পাখির প্রতীক্ষা।
যৌবনের গাছে ঝরা নিষিদ্ধ ফল,
বিধির লিখনে অন্নজল আস্বাদন।
সাতদিনের অষ্টপ্রহর বিশ্রামে,
নৌকার ডুবি শান্তির খোঁজে।
বিবেকের কৃষ্ণপক্ষ - শুক্লপক্ষের অভিমান,
প্রশ্ন তুলে বেঁচে থাকার অর্থে-
তবুও জীবনের স্পন্দন অনুভবে,
হৃদয়ের উদ্বেলিত প্রতিধ্বনি।
চাওয়া-পাওয়ার গল্প শুনতে চায় না,
বুঝার অক্ষমতায় উপসংহার টানে।
এই তো জীবনের সারমর্ম,
বুঝা আর না-বুঝার আবর্তনে।