রবির কিরণে আলোকিত ওপাশ;
এপাশের ঘোর তমসায় আমার বসবাস।
ওপাশে উড়তে থাকা রজনীগন্ধা আর শিউলিফুলের সুবাস;
এপাশে এসে জানান দেয় ওপাশে বইছে যেন সুখের চাষাবাদ।
বসন্ত বন্দনায় উন্মাদিত ওপাশ;
এপাশে নাই তার বিন্দুমাত্র অভিলাষ।
ওপাশের গগনে বিচরণ করা রঙ বেরঙের ঘুড়ি;
এপাশে এসে আঘাত হানে হয়ে বিষাক্ত ছুরি।
বৃষ্টি বিলাসে যখন মাতোয়ারা ওপাশ;
এপাশে তখন বিরাজ করে বর্ষণাভাব।
ওপাশের চলতে থাকা নিত্যদিনের উপলক্ষ্যসভা;
এপাশে এসে কর্ণ'কে করে ছেদ বেলা-অবেলা।
গর্হিত বন্ধনের তোপে কলুষিত ওপাশ;
এপাশে বসে মেলে তার'ই আভাস।
আত্মার প্রাচীরের উভয়পাশই আজ দগ্ধ;
ওপাশ নয়া নীড় সন্ধানী আর এপাশ পুরনো নীড়ের কাঙ্গালী।