তিনশত ছেষট্টি দিন পর–
কিছুই পাল্টায়নি হয়তো,
অথবা পাল্টে গেছে অনেক কিছুই।
হয়তো স্মৃতি–বিস্মৃতি 'র সেই সন্ধিক্ষণে–
বেঁচে আছে কেবল মাকড়সা'র জালে জড়ানো অপেক্ষার টিলা।
নির্বাক ঘড়ির কাঁটার সমস্বরে ঠিক টিকটিক দীর্ঘশ্বাস,
অতীতের প্রতিবিম্বে এখনো হয়তো তা অমলিন।
মুখ থুবড়ে পড়ে থাকা কিছু স্বপ্নের ধ্বংসাবশেষ,
একটি ফাঁকা বাতায়নের শূন্যতার আড়ালে
যেন ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে...
ঠিক যেমন'ভাবে জীবন থেকে খোয়া গেছে তিনশত ছেষট্টি দিন।