সড়কে যখন মৃত্যুর মিছিল,
দায় নেবেটা কে,
সুশীল সমাজের টনক নড়েও নড়েনা,
আমাদের এই বাংলাদেশে।
রাস্তা ঘাটে মিছিল চলে,
উপস্থিত থাকে কে,
শিক্ষার্থীরা ছাড়া রাস্তায় নামেনা,
আমাদের এই বাংলাদেশে।
দফায় দফার বৈঠক চলে,
উন্নতি হয়না যে,
একের দোষ অন্যের চাপায়,
ইনোসেন্টের বেশে।
দেখবে কি কখনো নিরাপদ সড়ক,
মৃত্যুর আগে এদেশে,
আশাহত হয়েছি এখন,
সত্ যোগ্যদের অভাবে।