প্রকৃতি নিয়েছে বৈশাখীর সাজ,
দেখতে পাবে তুমি,
দেখ যদি মন দিয়ে আজ।

বৈশাখের সাজে সাজবো আমি,
সাজবে ছোট-বড় সবাই,
দেখবে আজ নতুন সমাজ।

রাস্তা ঘাটে  ঘুরবে নারী,
হলুদ শাড়ি পড়ে,
দেখবে তুমি বিমোহিত হয়ে।

হয়তো দেখতে পাবে তুমি,
পাঞ্জাবি-লুঙ্গি-
পরিধান করিয়াছে পুরুষ সমাজ।

সকালটা শুরু হবে পান্তা-ইলিশ দিয়ে,
মনে মনে প্রতিজ্ঞা করবো-
মিলেমিশে থাকি যেন একে অপরে।

ভুলে যাব ক্লান্তি মুছে দিবো রাগ,
"শুভ নববর্ষ" বলে শুরু করা যাক।