জন্ম নিয়েছি মাগো তোমার কোলেতে,
বেড়ে উঠেছি এই বাংলার মাটিতে।
প্রকৃতিক সৌন্দর্যে ভরা এই বাংলা,
বাংলাকে করিনি কখনও অবহেলা।
করিনি ভয় রক্ত দিতে-
যার কারণে শত্রুমুক্ত করেছি বাংলাকে।
বায়ান্ন আর ঊনসত্তরে-
যোগ দিয়েছিলাম দলে দলে।
একাত্তরের মুক্তিযুদ্ধে-
জয়ী করেছিলাম বাংলাকে।
বাংলার প্রতি ভালবাসা-
রয়েছে যে আমাদের অন্তরে।