আজ আর লাগেনা কাজে ক্ষেপণাস্ত্র,
করোনা যে এখন বড় মরণাস্ত্র।
কি দরকার এসব?
যেটায় হয় গাদা গাদা টাকা নষ্ট।
যুক্তরাষ্ট্র, ইউরোপ বুঝেছো কি তোমরা?
অহংকারকে দিয়েছো প্রাধান্য।
মানুষ মারার নেশায়-
যখন হয়েছিলে অন্ধ।
কতই না চালিয়েছো যুদ্ধ,
ইরাক, সিরিয়ার বুকে।
করোনা এখন চালাচ্ছে যুদ্ধ,
ইউরোপ, আমেরিকার বুকে।
সভ্য কবে হবে,
বলো যুক্তরাষ্ট্র!
কথায় কথায় বোমা মেরে-
মানুষকে করো অতিষ্ট!
যদি জ্ঞানী জাতি হও,
এবার বুঝে নেও।
দৃশ্যমান গুলি লাগেনা কাজে,
অদৃশ্যমান গুলির মাঝে।
নিশ্চুপ বিশ্ব এখন,
নিশ্চুপ মধ্যপ্রাচ্য।
দেখাতো যায়না আর,
চীন-আমেরিকার বাকযুদ্ধ।